হারাম সম্পদের অধিকারীর উপর হজ্জ ফরজ কিনা? সে হজ্জ করলে আদায় হবে কিনা?

ফাতওয়া নং: ৪১৯৭ জিজ্ঞাসা: জনৈক ব্যক্তির হালাল সম্পদ একেবারেই নেই, যা আছে সব হারাম। হারাম সম্পদ এতো পরিমাণ আছে যে, সে হজ্জ করতে সক্ষম। এমতাবস্থায় তার উপর হজ্জ ফরয কিনা? যদি হজ্জ করে তাহলে পরবতীর্তে হালাল মাল দ্বারা হজ্জ করতে সক্ষম হলে তাকে আবার হজ্জ করতে হবে কিনা?...