হায়িয বন্ধের ওষুধ সেবন করে হজ্জে গেলে হজ্জ সহীহ হবে কি—না?

ফাতওয়া নং: ৪১৯৫ প্রশ্ন: জনৈক মহিলা হজ্জের টাকা—পয়সা জমা দিয়ে সব কিছু ঠিকঠাক করার পর হিসাব করে দেখেন, হজ্জের মূল সময়ে অভ্যাস অনুযায়ী তার হাইয থাকবে। তাই ডাক্তারের সাথে পরামর্শ করে হাইয বন্ধের ওষুধ সেবন করে হজ্জে যান এবং হজ্জ করেন। তার এই হজ্জটি সহীহ হয়েছে কিনা?...

শুধু মহিলাগণ দলবদ্ধ হয়ে হজ্জে যেতে পারবেন কি—না?

ফাতওয়া নং: ৪১৯৩ জিজ্ঞাসা:শুধু মহিলারা কাফেলা বদ্ধ হয়ে হজ্জে যেতে পারবে কিনা? সামাধান: না, মাহরাম ছাড়া মহিলারা হজ্জে যেতে পারবেনা। চাই মহিলা একজন হোক বা দলবদ্ধ হোক। প্রমাণ: হিদায়া : ১:২৩৩। ويعتبرون في المرأة ان يكون لها محرم تحج به او زوج ولا يجوز لها ان تحج...

অতিরিক্ত জমি থাকলে হজ্জ ফরজ হবে কি—না?

ফাতওয়া নং: ৪১৯১ জিজ্ঞাসা: যে ব্যক্তির প্রয়োজনের অতিরিক্ত জমি আছে, তার উপর হজ্জ ফরয কিনা? সামাধান: প্রয়োজনের অতিরিক্ত জমির মূল্য দ্বারা যদি হজ্জের যাবতীয় খরচ বহন সম্ভব হয়, তাহলে তার উপর হজ্জ ফরয। অন্যথায় নয়। প্রমাণ: ফাতাওয়া আলমগীরী : وان كان صاحب ضيعة ان كان له...

তালাক প্রসঙ্গ: আমি ডিভোর্স চাই

বরাবর,       প্রধান মুফতী সাহেব দাঃ বাঃ      জামিয়াতুল উলূম আল—ইসলামিয়া,      কলাতিয়া, কেরাণীগঞ্জ, ঢাকা। বিষয়: তালাক সংক্রান্ত। প্রশ্ন: আমার স্বামী থেকে প্রায় আট বছর যাবৎ আমার সম্পর্ক বিচ্ছিন্ন।...

মুহাররম ও আশুরায় আমাদের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ

আল্লাহ তাআলার নিকট আরবি ১২ টি মাসের মধ্যে চারটি মাস অত্যন্ত সম্মানিত। মুহাররম মাস হচ্ছে সে চারটি মাসের মধ্যে অন্যতম এবং প্রথম মাস। কুরআন মাজীদে ও হাদিস শরীফে এ মাসকে অত্যন্ত ফযীলতপূর্ণ মাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এ মাসে অন্যান্য আমলের পাশাপাশি রোযা রাখার প্রতি...