হায়িয বন্ধের ওষুধ সেবন করে হজ্জে গেলে হজ্জ সহীহ হবে কি—না?

ফাতওয়া নং: ৪১৯৫ প্রশ্ন: জনৈক মহিলা হজ্জের টাকা—পয়সা জমা দিয়ে সব কিছু ঠিকঠাক করার পর হিসাব করে দেখেন, হজ্জের মূল সময়ে অভ্যাস অনুযায়ী তার হাইয থাকবে। তাই ডাক্তারের সাথে পরামর্শ করে হাইয বন্ধের ওষুধ সেবন করে হজ্জে যান এবং হজ্জ করেন। তার এই হজ্জটি সহীহ হয়েছে কিনা?...

শুধু মহিলাগণ দলবদ্ধ হয়ে হজ্জে যেতে পারবেন কি—না?

ফাতওয়া নং: ৪১৯৩ জিজ্ঞাসা:শুধু মহিলারা কাফেলা বদ্ধ হয়ে হজ্জে যেতে পারবে কিনা? সামাধান: না, মাহরাম ছাড়া মহিলারা হজ্জে যেতে পারবেনা। চাই মহিলা একজন হোক বা দলবদ্ধ হোক। প্রমাণ: হিদায়া : ১:২৩৩। ويعتبرون في المرأة ان يكون لها محرم تحج به او زوج ولا يجوز لها ان تحج...

অতিরিক্ত জমি থাকলে হজ্জ ফরজ হবে কি—না?

ফাতওয়া নং: ৪১৯১ জিজ্ঞাসা: যে ব্যক্তির প্রয়োজনের অতিরিক্ত জমি আছে, তার উপর হজ্জ ফরয কিনা? সামাধান: প্রয়োজনের অতিরিক্ত জমির মূল্য দ্বারা যদি হজ্জের যাবতীয় খরচ বহন সম্ভব হয়, তাহলে তার উপর হজ্জ ফরয। অন্যথায় নয়। প্রমাণ: ফাতাওয়া আলমগীরী : وان كان صاحب ضيعة ان كان له...

মাহরাম না থাকায় গায়রে মাহরামের সাথে হজ্জে গেলে হজ্জ হবে কি—না?

ফাতওয়া নং: ৪১৮৯ জিজ্ঞাসা: আমরা জানি, মাহরাম ছাড়া কোন মহিলার জন্য হজ্জ করা নিষেধ। এমতাবস্থায় স্বামী নেই এবং সাথে হজ্জে যাওয়ার মতো কোন মাহরামও নেই এমন এক মহিলা একাকী কিংবা গাইরে মাহরাম কোন পুরুষের সাথে হজ্জ আদায় করেছে। তার এ হজ্জ আদায় হয়েছে কিনা? সঠিকসমাধান...

মহিলাগণ ভিড়ের কারণে মুযদালিফায় অবস্থান করতে না পারলে করণীয়

ফাতওয়া নং: ৪১৮৮ জিজ্ঞাসা: মহিলারা যদি হজ্জ আদায়কালে ভিড়ের কারণে মুযদালিফায় অবস্থান করতে না পারে, তাহলে তাদের করণীয় কী? সামাধান: মহিলারা হজ্জ আদায়কালে ভিড়ের কারণে মুযদালিফায় অবস্থান করতে না পারলে তাদের উপর কোন করণীয় নেই অর্থাৎ কোন দম দিতে হবে না, বরং তারা...

হজ্জ ফরজ হওয়ার পর গরীব হয়ে গেলে কী করবে?

ফাতওয়া নং: ৪১৮৭ জিজ্ঞাসা: হজ্জ ফরয হওয়ার পর আদায় করার আগেই যদি কোন ব্যক্তি গরীব হয়ে যায়, তাহলে তার উপর হজ্জের ফরয বহাল থাকবে কিনা? সামাধান: হ্যাঁ, এক্ষেত্রে তার উপর হজ্জের ফরয বহাল থাকবে। পরবতীর্তে সামর্থ হওয়ার সাথে সাথে হজ্জ করে নিবে। অন্যথায় খালিস দিলে তাওবা...