মা’যুর ব্যক্তির অপারগতা দূর হয়ে গেলে পুনরায় হজ্জ করা সম্পর্কিত বিধান

ফাতওয়া নং: ৪১৯৬ জিজ্ঞাসা: জনৈক ব্যক্তি অন্ধ হওয়ায় নিজে হজ্জ করতে অক্ষম। তাই তিনি বদলী হজ্জ করিয়েছেন। এরপর চিকিৎসার মাধ্যমে আল্লাহর ফযলে তার অন্ধত্ব দূর হয়ে যায়। তিনি দৃষ্টিশক্তি ফিরে পান। এ অবস্থায় কি তাকে পুনরায় হজ্জ করতে হবে? সামাধান: উক্ত ব্যক্তি যদি...