টাকা—পয়সা না থাকাবস্থায় অন্যান্য আসবাব—পত্রের দরুণ হজ্জ ফরজ হবে কি—না?

ফাতওয়া নং: ৪১৮৫জিজ্ঞাসা: জনৈকা মহিলার উপস্থিত হজ্জের খরচ বহনের মতো অতিরিক্ত সম্পদ নেই। কিন্তু অনেক পোষাক পরিচ্ছেদ এবং অলংকার রয়েছে, যা বিক্রি করলে হজ্জের খরচ বহনে কোন সমস্যা হবে না। এমতাবস্থায় উক্ত মহিলার উপর হজ্জ ফরয কিনা? জানাবেন।সামাধান: প্রশ্নের বর্ণনা অনুযায়ী...