শুধু মহিলাগণ দলবদ্ধ হয়ে হজ্জে যেতে পারবেন কি—না?

ফাতওয়া নং: ৪১৯৩ জিজ্ঞাসা:শুধু মহিলারা কাফেলা বদ্ধ হয়ে হজ্জে যেতে পারবে কিনা? সামাধান: না, মাহরাম ছাড়া মহিলারা হজ্জে যেতে পারবেনা। চাই মহিলা একজন হোক বা দলবদ্ধ হোক। প্রমাণ: হিদায়া : ১:২৩৩। ويعتبرون في المرأة ان يكون لها محرم تحج به او زوج ولا يجوز لها ان تحج...