আল মারকাজুল ইসলামী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে এবং মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
প্রশ্ন: কোনো কাফিরকে লা‘নাতুল্লাহি আলাইহি বলা যাবে কি না? উত্তর: নির্দিষ্ট করে কোনো অমুসলিম ব্যক্তিকে লানত করা জায়িয নেই। তবে কাফির, জালিম সম্প্রদায়ের প্রতি অনির্দিষ্টভাবে লানত করা জায়িয আছে। প্রমাণ: আল—জামি‘উ লি—আহকামিল কুরআন: ২/১৮৮, দারু ইহইয়াইত তুরাছ। قال ابن...