আল মারকাজুল ইসলামী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে এবং মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
প্রশ্ন: শুনেছি ঈদগাহ মাঠ ও মসজিদের হুকুম অভিন্ন। তাই জানার বিষয় হলো, গোসল ফরয এমন বক্তির জন্য ওয়াকফকৃত ঈদগাহ মাঠে যাওয়া জায়িয কি না? উত্তর: হ্যাঁ, জায়িয। কেননা মসজিদ ও ঈদগাহের হুকুম অভিন্ন জামা‘আতের নামাযে ইক্তিদা সহীহ হওয়ার ক্ষেত্রে। অন্য সকল ক্ষেত্রে নয়।...