by Darul Ifta | Aug 11, 2024 | Fatwa Bank, Haj & Umrah
ফাতওয়া নং: ৪১৯২ প্রশ্ন: মারূফ সাহেব বার্ধক্যজনিত কারণে নিজে হজ্জ করতে সক্ষম নন। তাই বদলী হজ্জ করানোর ইচ্ছে করেছেন। তার এক বন্ধু বর্তমানে মক্কাতে আছেন। তাকে দিয়ে তিনি বদলী হজ্জ করাতে পারবেন কিনা? করাতে পারলে তার বন্ধুকে দেশে থেকে হজ্জ করলে যতো টাকা খরচ হয়, ততো টাকা...