by Darul Ifta | Aug 11, 2024 | Fatwa Bank, Haj & Umrah
ফাতওয়া নং: ৪২০০ জিজ্ঞাসা: যে সব লোক জীবিকার উদ্দেশ্যে মক্কায় যান, তাদের অনেকেই সুযোগমতো হজ্জ করে নেন। তাদের ইহরাম বাঁধার স্থান কোনটি? তাদের এ হজ্জ দ্বারা ফরয আদায় হবে কিনা? সামাধান: প্রশ্নে উল্লিখিত লোকেরা হারামের সীমানার মধ্যে যে কোন স্থানে ইহরাম বাঁধলে তা সহীহ...