by Darul Ifta | Oct 1, 2024 | Fatwa Bank
প্রশ্ন: গোসল ফরয অবস্থায় দরূদ শরীফ পড়া যাবে কি না? জানিয়ে উপকৃত করবেন। উত্তর: হ্যাঁ, পড়া যাবে। তবে পাক—পবিত্র অবস্থায় পড়া উত্তম। প্রমাণ: ফাতাওয়া শামী: ১/১৭৪, কিতাবুত তাহারাত, সুনানুল গুস্ল, সাঈদ কোম্পানী। لا تكره أدعية أي تحريما، وإلا فالوضوء لمطلق الذكر...