আল মারকাজুল ইসলামী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে এবং মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
ফাতওয়া নং: ৪১৮৫জিজ্ঞাসা: জনৈকা মহিলার উপস্থিত হজ্জের খরচ বহনের মতো অতিরিক্ত সম্পদ নেই। কিন্তু অনেক পোষাক পরিচ্ছেদ এবং অলংকার রয়েছে, যা বিক্রি করলে হজ্জের খরচ বহনে কোন সমস্যা হবে না। এমতাবস্থায় উক্ত মহিলার উপর হজ্জ ফরয কিনা? জানাবেন।সামাধান: প্রশ্নের বর্ণনা অনুযায়ী...