আল মারকাজুল ইসলামী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে এবং মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
প্রশ্ন: ছোট শিশুরা সাধারণত উযুর প্রতি যত্নবান থাকে না। তারা উযু ভঙ্গের কারণও জানে না। এমন শিশুদেরকে কুরআন শরীফ পড়তে দেওয়া যাবে কি না? উত্তর: হ্যা, দেওয়া যাবে। তবে অভিভাবকগণ তাদের উযুর প্রতি খিয়াল রাখবেন। প্রমাণ: ফাতাওয়া শামী: كتاب الطهارة: سنن الغسل، مطبوعة:...