আল মারকাজুল ইসলামী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে এবং মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
প্রশ্ন: প্রসিদ্ধ আছে যে, মোচ ভেজানো পানি পান করা জায়িয নেই। কথাটি কতটুকু শরী‘আত সম্মত? সঠিক সমাধান জানাবেন। উত্তর: মোচ ভেজানো পানি পান করা জায়িয আছে। তবে এমনটি না করাই ভালো। প্রমাণ: আত—তা‘লীকুস সবীহ: ১/২০২, কিতাবুত তাহারত, মাকতাবা ফখরিয়্যাত, দেওবন্দ। باب السواك...