আল মারকাজুল ইসলামী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে এবং মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
প্রশ্ন: ভাতের পাতিলে কুকুর মুখ দেওয়ার পর উপর থেকে কিছু ভাত ফেলে দিলে, অবশিষ্ট ভাত খাওয়া যাবে কি না? উত্তর: হ্যাঁ, উপর থেকে কিছু ভাত ফেলে দিলে অবশিষ্ট ভাত খাওয়া যাবে। তবে না খাওয়াই উত্তম। প্রমাণ: বিনায়া শরহে হিদায়া: ১/৩০৮ ইমদাদিয়া; بيان حكم سؤر الكلب: فإن أكل...