উযূ ছাড়া কুরআন শরীফের আয়াত লেখার বিধান

প্রশ্ন: উযু ছাড়া কুরআন শরীফের আয়াত লেখা জায়িয আছে কি না? উত্তর: যে কাগজে কুরআন মাজীদের আয়াত লেখা হবে, সেই কাগজে হাত না লাগিয়ে লেখা জায়িয আছে। তবে লেখার ক্ষেত্রে এমনটি সর্বদা সম্ভব হয় না। তাই উযু করেই কুরআন শরীফের আয়াত লিখবে। বিনা উযুতে লিখবে না। প্রমাণ:...