আল মারকাজুল ইসলামী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে এবং মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
প্রশ্ন: বর্তমানে এক শ্রেণীর লোক ১০ শে মুহাররম তাজিয়া মিছিল বের করে। একে তারা বরকত ও সাওয়াবের কাজ মনে করে। ইসলামী শরী‘আতে এ ধরণের তাজিয়া মিছিল বের করার সুযোগ আছে কি না? উত্তর: ১০ শে মুহাররম তাজিয়া মিছিল বের করা শি‘আ সম্প্রদায়ের মনগড়া আবিস্কৃত একটি ভিত্তিহীন কাজ।...