আল মারকাজুল ইসলামী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে এবং মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
ফাতওয়া নং: ৪১৮২জিজ্ঞাসা: ইহরাম অবস্থায় ইঞ্জেকশন দেওয়া যাবে কিনা?সামাধান: হ্যাঁ, ইহরাম অবস্থায় মুহরিম ব্যক্তি ইঞ্জেকশন নিজেও নিতে পারবেন এবং অন্যকেও দিতে পারবেন।প্রমাণ: ‘ফাতাওয়া আলমগীরী: ১:২৮৮।ولا بأس للمحرم ان يحتجم اويفتصد او يجبر الكسر اويختر…১:২৮৮: الباب...