Donation for Turkiye

About

আলহামদুলিল্লাহ গত শুক্রবার তুর্কি দূতাবাসের চাহিদা অনুযায়ী ডেডবডি ব্যাগ -এর একটি বড় চালান কার্গো বিমানের মাধ্যমে তুর্কি পৌঁছে গেছে। দ্বিতীয় চালানও রেডি হয়ে বিমানের অপেক্ষায় রয়েছে।
এরই মধ্যে স্থানীয় দূতাবাস হতে জানানো হয় যে, ক্ষতিগ্রস্থ লোকদের অস্থায়ী তাঁবুর জন্য ছোট ছোট জেনেরেটরের প্রয়াজন। যার ফলে প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান Hamza Shahidul Islam জেনারেটর ব্যবস্থার ফিকির করতে থাকেন। আলহামদুলিল্লাহ ইতোমধ্যেই বাংলাদেশের স্বনামধন্য একটি ঔষধের কোম্পানি Aristopharma Ltd. ৫০ টি জেনারেটরের ব্যবস্থা করেছেন।
এছাড়াও আরো অনেকে আমাদের সাথে সহযোগিতার জন্য যোগাযোগ করছেন। আল্লাহ তায়ালা সকলের দান কবুল করুন। আমিন॥
একটি জেনারেটর এর মূল্য ২২,৫০০ টাকা মাত্র। আপনি চাইলেও মানবতার জন্য এই নেক কাজে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন।

Category

Support

Gallory

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে মারা যাওয়া শহীদদের জন্য এএমআই -এর ২০০০ বডি ব্যাগ প্রেরণ।

পেকেটজাত করা শেষ। গাড়ি রওয়ানা দিচ্ছে। আশা করা যায় আজ রাতের ফ্লাইটে মালামাল তুরস্কের উদ্দেশ্যে যাবে।

সাম্প্রতিক তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে শহীদদের জন্য বডি ব্যাগ প্রেরণ করছেন আল-মারকাজুল ইসলামী।
এম্বাসিতে ব্যাগ বুঝিয়ে দিচ্ছেন এএমআই -এর চেয়ারম্যান হাফেজ মাওলানা হামযা ইসলাম ও সেক্রেটারি জেনারেল মুফতি ইনআমুল হাসান খান এবং হাসপাতাল পরিচালক মাওলানা আব্দুল আহাদ আজহারী।
ভূমিকম্পে শহীদদের জন্য তুর্কি দূতাবাসে আল মারকাজুল ইসলামী আপাতত ২০০০ বডি ব্যাগ পৌঁছে দিয়ে এসেছে।
ইনশাআল্লাহ আজ রাত ১০:০০ মি. -এর ফ্লাইটে মালামাল তুর্কির উদ্দেশ্যে যাবে।
আলহামদুলিল্লাহ রাত ১০টার ফ্লাইটে আমাদের ত্রাণ নিয়ে তুরস্কের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছে কার্গো বিমান।
আমরা এ পর্যন্ত ২০০০ বডি ব্যাগ পাঠিয়েছি। অফিসে এএমআই সেচ্ছাসেবকরা আরও পেকেট প্রস্তুত করছেন। পরবর্তী প্রজেক্ট হিসেবে কম্বল পাঠানোর কথা চললেও স্থানীয় Tika তুর্কির সরকারী সংস্থার ডিপুটি কর্ডিনটার জানান, আমাদের দেশের জন্য বডি ব্যাগ পাঠান। এটাই সবচেয়ে উপকারী।
সুতরাং আমাদের আগামী প্রজেক্টও বডি ব্যাগ থাকবে ইনশাআল্লাহ। সেই প্রজেক্টে আপনিও শরীক হতে পারেন। মানবতার জন্য এগিয়ে আসতে পারেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আমিন।

You also may Donate