প্রশ্ন: মসজিদের ছাদে ধান বা অন্য কোনো বস্তু শুকাতে দেওয়া যাবে কি না?
উত্তর: না, যাবে না।
প্রমাণ: ফাতাওয়া আলমগীরী: ৫/৩২১, কিতাবুল কারাহিয়্যাত, বেলুচিস্তান;
اداب المسجد: ويكره كل عمل من عمل الدنيا فى المسجد.
আরও দেখুন: তিরমিযী শরীফ: ১/১৩০ সাঈদ কোম্পানী; মুহীতুল বুরহানী: ৬/৪৯ হাক্কানিয়া; ফাতাওয়া শামী: ১/৬৬২ দারুল ফিকর, লেবানন; সুনানে আবি দাউদ শরীফ: ১/৬৬ সাঈদ কোম্পানী; ফাতাওয়া মাহমূদিয়া: ১৮/১৩৮ যাকারিয়া।