প্রশ্ন: কবরের সম্মানার্থে ফুল ইত্যাদি দিয়ে কবর সাজানো জায়িয আছে কি না?
উত্তর: না, জায়িয নেই। এধরণের কাজ বিদ‘আত। তাই তা বর্জনীয়।
প্রমাণ: ফাতাওয়া শামী— ২/২৩৭—২৩৮, কিতাবুস সলাত, সাঈদ কোম্পানী।
باب الجنائز: قوله: ولا يجصص للنهي عنه ولا يطين، ولا يرفع عليه بناء.
وفي رد المحتار :مطلب في دفن الميت : تتمة : في الأحكام عن الحجة: تكره الستور على القبور. اهـ.
আরও দেখুন: হাশিয়াতু সহীহিল বুখারী: ১/৩৫ কাদীমী কুতুবখানা, পাকিস্তান; বযলুল মাজহুদ: ১/১৫ মাজেদিয়া; ফাতাওয়া তাতারখানিয়া: ২/১৭০—১৭১ ইদারাতুল কুরআন, পাকিস্তান।