পাত্রের পানিতে কুকুর মুখ দিলে সেই পানি পশুকে পান করানোর হুকুম

by | Sep 24, 2024 | Fatwa Bank | 0 comments

       প্রশ্ন: কোনো গামলার পানিতে কুকুর মুখ দেওয়ার পর তা গরু—ছাগলকে পান করানো যাবে কি না?

       উত্তর: কুকুর পানিতে মুখ দেওয়ার দ্বারা পানির তিন বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্যও পরিবর্তন হয় না। সুতরাং উক্ত পানি যদিও নাপাক, তথাপি তা গরু—ছাগলকে পান করানো যাবে।

প্রমাণ: ফাতাওয়া শামী: ১/২০১, কিতাবুত তাহারাত, সাঈদ কোম্পানী;

في رد المحتار  : باب المياه: فرع: الماء إذا وقعت فيه نجاسة فإن تغير وصفه لم يجز الانتفاع به بحال كبل الطين وسقي الدواب بحر عن الخلاصة.  

আরও দেখুন: আল—বাহরুর রায়িক: ১/৯৬ সাঈদ কোম্পানী; খুলাসাতুল ফাতাওয়া: ১/৮ মাকতাবা রশীদিয়া; ফাতাওয়া আলমগীরী: ১/২৫ যাকারিয়া; আহসানুল ফাতাওয়া: ২/৯০ সাঈদ কোম্পানী।