পত্র—পত্রিকায় লেখা পাঠানোর সময় মহিলা লিখক নিজের নাম লিখার বিধান

by | Sep 14, 2024 | Fatwa Bank | 0 comments

প্রশ্ন: মহিলাগণ যদি পত্র—পত্রিকায় কিংবা কোনো ব্যক্তি বিশেষের কাছে কোনো লেখা পাঠান, তাহলে তাতে নিজের নাম লিখতে পারবেন কি?

উত্তর: হ্যাঁ, পারবেন। শুধু নাম লিখলে কোনো ফিতনার আশঙ্কা থাকে না। তাই শুধু নাম লিখলে কোনো সমস্যা নেই।

প্রমাণ: ইমদাদুল ফাতাওয়া: ৪/১৯৯ যাকারিয়া।

سوال: جس طرح عام مرد اپنا نام اخبارات وغیرہ میں ظاہر کرتے ہیں عورتیں بھی ظاہر کرتی ہے، تو عرض یہ ہے کہ اس میں شرعی قباحت تو کو‎ئی نہیں ہے … اخبارات میں عورتوں کا اپنا مضمون اپنے نام سے شائع کرانا کیسا ہے؟ 

جواب: قطع نظر عوارض سے تو یہی حکم جواز کا صحیح ہے۔ کتاب الحظر والاباحت، زکریا دیوبند۔