নাবালিগ ছোট শিশুকে কুরআন শরীফ হাতে দিয়ে পড়তে দেয়ার বিধান

by | Sep 11, 2024 | Fatwa Bank, Fiqh | 0 comments

প্রশ্ন: ছোট শিশুরা সাধারণত উযুর প্রতি যত্নবান থাকে না। তারা উযু ভঙ্গের কারণও জানে না। এমন শিশুদেরকে কুরআন শরীফ পড়তে দেওয়া যাবে কি না?

উত্তর: হ্যা, দেওয়া যাবে। তবে অভিভাবকগণ তাদের উযুর প্রতি খিয়াল রাখবেন।

প্রমাণ: ফাতাওয়া শামী: 

كتاب الطهارة: سنن الغسل، مطبوعة: سعيد كمبنى১/ ১৭৪، .الدر المختارمع رد المحتار:

ولا يكره مس صبي لمصحف ولوح ولا بأس بدفعه إليه وطلبه منه للضرورة إذ الحفظ في الصغر كالنقش في الحجر.

আরও দেখুন: ফাতাওয়া  আলমগীরী: ১/৩৯ যাকারিয়া; হিদায়া: ১/৩৯ সাঈদ কোম্পানী; ফাতাওয়া তাতারখানিয়া: ১/১৪৭ মাকতাবাতু ইদারাতিল কুরআন, বৈরুত; মাজমাউল আনহুর: ১/২৬ দারু ইহয়াইত তুরাছ।