প্রশ্ন: শুনেছি ঈদগাহ মাঠ ও মসজিদের হুকুম অভিন্ন। তাই জানার বিষয় হলো, গোসল ফরয এমন বক্তির জন্য ওয়াকফকৃত ঈদগাহ মাঠে যাওয়া জায়িয কি না?
উত্তর: হ্যাঁ, জায়িয। কেননা মসজিদ ও ঈদগাহের হুকুম অভিন্ন জামা‘আতের নামাযে ইক্তিদা সহীহ হওয়ার ক্ষেত্রে। অন্য সকল ক্ষেত্রে নয়।
প্রমাণ: ফাতাওয়া শামী: ১/১৭১, কিতাবুত তাহারাত, সাঈদ কোম্পানী;
سنن الغسل: ويحرم بالحدث الأكبر دخول مسجد لا مصلى عيد وجنازة ورباط ومدرسة،
وفي رد المحتار: قوله: “لا مصلى عيد وجنازة” فليس لهما حكم المسجد في ذلك وإن كان لهما حكمه في صحة الاقتداء وإن لم تتصل الصفوف، ومثلهما فناء المسجد، وتمامه في البحر.
আরও দেখুন: ফাতাওয়া আলমগীরী: ১/৩৮ যাকারিয়া; ফাতাওয়া তাতারখানিয়া: ১/৩৩৪ ইদারাতুল কুরআন; আল—বাহরুর রায়িক: ১/১৯৫ সাঈদ কোম্পানী; আল—ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু: ১/৪০২ হাক্কানিয়া।