by Darul Ifta | Aug 31, 2024 | Fatwa Bank
প্রশ্ন: বর্তমানে এক শ্রেণীর লোক ১০ শে মুহাররম তাজিয়া মিছিল বের করে। একে তারা বরকত ও সাওয়াবের কাজ মনে করে। ইসলামী শরী‘আতে এ ধরণের তাজিয়া মিছিল বের করার সুযোগ আছে কি না? উত্তর: ১০ শে মুহাররম তাজিয়া মিছিল বের করা শি‘আ সম্প্রদায়ের মনগড়া আবিস্কৃত একটি ভিত্তিহীন কাজ।...