by Darul Ifta | Jul 25, 2024 | Fatwa Bank, Haj & Umrah
ফাতওয়া নং: ৪১৯৫ প্রশ্ন: জনৈক মহিলা হজ্জের টাকা—পয়সা জমা দিয়ে সব কিছু ঠিকঠাক করার পর হিসাব করে দেখেন, হজ্জের মূল সময়ে অভ্যাস অনুযায়ী তার হাইয থাকবে। তাই ডাক্তারের সাথে পরামর্শ করে হাইয বন্ধের ওষুধ সেবন করে হজ্জে যান এবং হজ্জ করেন। তার এই হজ্জটি সহীহ হয়েছে কিনা?...