আল মারকাজুল ইসলামী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে এবং মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
ফাতওয়া নং: ৪১৯০ জিজ্ঞাসা: হজ্জ আদায়ের পর দেশে ফিরে আসলে হাজী সাহেবদেরকে স্বাগত সম্ভাষণ জানানো হয়। এটাকে নেকীর কাজ মনে করা হয়। এ ব্যাপারে শরয়ী বিধান কী? বিস্তারিতজানাবেন। সামাধান: হাজীদেরকে সাদর সম্ভাষণ ও মুবারকবাদ জানানো এবং তাদের থেকে দুআ চাওয়া ফযীলত ও...