আল মারকাজুল ইসলামী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে এবং মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
ফাতওয়া নং: ৪১৯৫ প্রশ্ন: জনৈক মহিলা হজ্জের টাকা—পয়সা জমা দিয়ে সব কিছু ঠিকঠাক করার পর হিসাব করে দেখেন, হজ্জের মূল সময়ে অভ্যাস অনুযায়ী তার হাইয থাকবে। তাই ডাক্তারের সাথে পরামর্শ করে হাইয বন্ধের ওষুধ সেবন করে হজ্জে যান এবং হজ্জ করেন। তার এই হজ্জটি সহীহ হয়েছে কিনা?...