হাজীদের স্বাগত সম্ভাষণ জানানোর বিধান কী?

ফাতওয়া নং: ৪১৯০ জিজ্ঞাসা: হজ্জ আদায়ের পর দেশে ফিরে আসলে হাজী সাহেবদেরকে স্বাগত সম্ভাষণ জানানো হয়। এটাকে নেকীর কাজ মনে করা হয়। এ ব্যাপারে শরয়ী বিধান কী? বিস্তারিতজানাবেন। সামাধান: হাজীদেরকে সাদর সম্ভাষণ ও মুবারকবাদ জানানো এবং তাদের থেকে দুআ চাওয়া ফযীলত ও...