পত্র—পত্রিকায় লেখা পাঠানোর সময় মহিলা লিখক নিজের নাম লিখার বিধান

প্রশ্ন: মহিলাগণ যদি পত্র—পত্রিকায় কিংবা কোনো ব্যক্তি বিশেষের কাছে কোনো লেখা পাঠান, তাহলে তাতে নিজের নাম লিখতে পারবেন কি? উত্তর: হ্যাঁ, পারবেন। শুধু নাম লিখলে কোনো ফিতনার আশঙ্কা থাকে না। তাই শুধু নাম লিখলে কোনো সমস্যা নেই। প্রমাণ: ইমদাদুল ফাতাওয়া: ৪/১৯৯ যাকারিয়া।...