আল মারকাজুল ইসলামী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে এবং মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
ফাতওয়া নং: ৪১৮৯ জিজ্ঞাসা: আমরা জানি, মাহরাম ছাড়া কোন মহিলার জন্য হজ্জ করা নিষেধ। এমতাবস্থায় স্বামী নেই এবং সাথে হজ্জে যাওয়ার মতো কোন মাহরামও নেই এমন এক মহিলা একাকী কিংবা গাইরে মাহরাম কোন পুরুষের সাথে হজ্জ আদায় করেছে। তার এ হজ্জ আদায় হয়েছে কিনা? সঠিকসমাধান...