মাহরাম না থাকায় গায়রে মাহরামের সাথে হজ্জে গেলে হজ্জ হবে কি—না?

ফাতওয়া নং: ৪১৮৯ জিজ্ঞাসা: আমরা জানি, মাহরাম ছাড়া কোন মহিলার জন্য হজ্জ করা নিষেধ। এমতাবস্থায় স্বামী নেই এবং সাথে হজ্জে যাওয়ার মতো কোন মাহরামও নেই এমন এক মহিলা একাকী কিংবা গাইরে মাহরাম কোন পুরুষের সাথে হজ্জ আদায় করেছে। তার এ হজ্জ আদায় হয়েছে কিনা? সঠিকসমাধান...