মজলিস বা মাহফিলে সম্মিলিতভাবে দুরুদ পড়ার হুকুম

 প্রশ্ন: আমাদের দেশে অনেক বক্তাকে দেখা যায়, বয়ানের শুরুতে কিছু ফার্সী, উর্দূ, বাংলা অথবা আরবী কবিতা পড়ে প্রচলিত মীলাদ কিয়ামের ন্যায় সকলে সম্মিলিতভাবে দুরুদ শরীফ পাঠ করে থাকেন। অবস্থা দৃষ্টে বুঝা যায়, এর মাধ্যমে শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করা তাদের উদ্দেশ্য।...