আল মারকাজুল ইসলামী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে এবং মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
ফাতওয়া নং: ৪১৯৩ জিজ্ঞাসা:শুধু মহিলারা কাফেলা বদ্ধ হয়ে হজ্জে যেতে পারবে কিনা? সামাধান: না, মাহরাম ছাড়া মহিলারা হজ্জে যেতে পারবেনা। চাই মহিলা একজন হোক বা দলবদ্ধ হোক। প্রমাণ: হিদায়া : ১:২৩৩। ويعتبرون في المرأة ان يكون لها محرم تحج به او زوج ولا يجوز لها ان تحج...