আল মারকাজুল ইসলামী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে এবং মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
প্রশ্ন: মসজিদের ছাদে ধান বা অন্য কোনো বস্তু শুকাতে দেওয়া যাবে কি না? উত্তর: না, যাবে না। প্রমাণ: ফাতাওয়া আলমগীরী: ৫/৩২১, কিতাবুল কারাহিয়্যাত, বেলুচিস্তান; اداب المسجد: ويكره كل عمل من عمل الدنيا فى المسجد. আরও দেখুন: তিরমিযী শরীফ: ১/১৩০ সাঈদ কোম্পানী; মুহীতুল...