মক্কায় অবস্থানরত কাউকে দিয়ে বদলী হজ্জ করানো

ফাতওয়া নং: ৪১৯২ প্রশ্ন: মারূফ সাহেব বার্ধক্যজনিত কারণে নিজে হজ্জ করতে সক্ষম নন। তাই বদলী হজ্জ করানোর ইচ্ছে করেছেন। তার এক বন্ধু বর্তমানে মক্কাতে আছেন। তাকে দিয়ে তিনি বদলী হজ্জ করাতে পারবেন কিনা? করাতে পারলে তার বন্ধুকে দেশে থেকে হজ্জ করলে যতো টাকা খরচ হয়, ততো টাকা...

মক্কার প্রবাসীদের ইহরাম বাঁধার স্থান কোন্-টি?

ফাতওয়া নং: ৪২০০ জিজ্ঞাসা: যে সব লোক জীবিকার উদ্দেশ্যে মক্কায় যান, তাদের অনেকেই সুযোগমতো হজ্জ করে নেন। তাদের ইহরাম বাঁধার স্থান কোনটি? তাদের এ হজ্জ দ্বারা ফরয আদায় হবে কিনা? সামাধান: প্রশ্নে উল্লিখিত লোকেরা হারামের সীমানার মধ্যে যে কোন স্থানে ইহরাম বাঁধলে তা সহীহ...