আল মারকাজুল ইসলামী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে এবং মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
প্রশ্ন: ইতিকাফকারী ব্যক্তি মসজিদ থেকে মোবাইল ফোনে প্রয়োজনীয় ব্যবসায়িক কাজের দিক—নির্দেশনা দিতে পারবে কি না? উত্তর: হ্যাঁ, পারবে। তবে একান্ত প্রয়োজন ছাড়া এমনটি না করা চাই। প্রমাণ: ফাতাওয়া শামী: ২/৪৪৯-450, কিতাবুস সওম, সাঈদ কোম্পানী; باب الإعتكاف: وتكلم إلا...