আল মারকাজুল ইসলামী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে এবং মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
ফাতওয়া নং: ৪২০০ জিজ্ঞাসা: যে সব লোক জীবিকার উদ্দেশ্যে মক্কায় যান, তাদের অনেকেই সুযোগমতো হজ্জ করে নেন। তাদের ইহরাম বাঁধার স্থান কোনটি? তাদের এ হজ্জ দ্বারা ফরয আদায় হবে কিনা? সামাধান: প্রশ্নে উল্লিখিত লোকেরা হারামের সীমানার মধ্যে যে কোন স্থানে ইহরাম বাঁধলে তা সহীহ...