পীরকে ‘গাওসুল আজম’উপাধি দেওয়ার হুকুম কী?  

           প্রশ্ন: অনেক পীরের অতি ভক্ত মুরিদদেরকে দেখা যায় স্বীয় পীরকে ‘গাওসুল আজম’ উপাধি দিয়ে থাকেন। অপরদিকে একজন আলেম এ সম্পর্কে তার এক বয়ানে বলেছেন, কোনো মানুষকে ‘গাওসুল আজম’ বলা শরী‘আতে নিষিদ্ধ, শিরক ও হারাম।...