আল মারকাজুল ইসলামী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে এবং মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
ফাতওয়া নং: ৪১৯২ প্রশ্ন: মারূফ সাহেব বার্ধক্যজনিত কারণে নিজে হজ্জ করতে সক্ষম নন। তাই বদলী হজ্জ করানোর ইচ্ছে করেছেন। তার এক বন্ধু বর্তমানে মক্কাতে আছেন। তাকে দিয়ে তিনি বদলী হজ্জ করাতে পারবেন কিনা? করাতে পারলে তার বন্ধুকে দেশে থেকে হজ্জ করলে যতো টাকা খরচ হয়, ততো টাকা...