প্রশ্ন: জনৈক ব্যক্তি তার এক বন্ধুকে বলেন “তুমি নামায পড়ে দেখ তার মাঝে কী শান্তি”। প্রত্যুত্তরে তার বন্ধু বলেন “তুমি না পড়ে দেখ তার মাঝে কী শান্তি”। জানার বিষয় হলো এমন কথা বলার দ্বারা তার ঈমানে কোন সমস্যা হয়েছে কিনা?

بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما উত্তর: প্রশ্নোল্লিখিত ব্যক্তির এমন কথা দ্বীন নিয়ে ঠাট্টা করার নামান্তর। অতএব দ্বীন নিয়ে ঠাট্টা করায় তার ঈমান নষ্ট হয়ে গেছে। কাজেই তাকে ঈমান নবায়ন করতে হবে এবং বিবাহিত হলে বিয়েও নবায়ন করতে হবে। الأدلة الشرعية قال الله...