সামর্থবান হওয়ার পূর্বে হজ্জ করে ফেললে পুনরায় হজ্জ করতে হবে কি—না?

ফাতওয়া নং: ৪২০১ জিজ্ঞাসা: যদি কোন ব্যক্তি সামর্থবান হওয়ার পূর্বে করয বা অন্য কোনোভাবে হজ্জ করে ফেলে, তাহলে সামর্থবান হওয়ার পর তাকে পুনরায় হজ্জ করতে হবে কিনা? সামাধান: আদায়কৃত হজ্জে নফল হজ্জের নিয়ত না করলে তা দ্বারাই ফরয আদায় হয়ে যাবে। অন্যথায় সামর্থবান হওয়ার...