কুরআন শরীফ তিলাওয়াত করা অবস্থায় আযান শুরু হলে তিলাওয়াতকারীর করণীয়

প্রশ্ন: কুরআন শরীফ তিলাওয়াত করাবস্থায় আযানের আওয়াজ শুনা গেলে তিলাওয়াত বন্ধ করে আযানের উত্তর দিবে নাকি তিলাওয়াত অব্যাহত রাখবে? উত্তর: মুস্তাহাব হলো, তিলাওয়াতে বিরতি দিয়ে আযানের উত্তর দেওয়া। প্রমাণ: ফাতাওয়া শামী: 1/399, বাবুল আযান, সাঈদ কোম্পানী। لا يرد السلام...