টুপি পরা সম্পর্কিত বিধান

প্রশ্ন: টুপি পরা কি সুন্নাত? সুন্নাত হলে তা মুয়াক্কাদাহ, নাকি গাইরে মুয়াক্কাদাহ? উত্তর: টুপি পরা সুন্নাতে গাইরে মুয়াক্কাদাহ। প্রমাণ: ফাতাওয়া শামী: ৬/৭৫৫, মাসায়েলে শাততা, সাঈদ কোম্পানী; ولا بأس بلبس القلانس، وفي ردالمحتار: قوله “ولا بأس” من البؤس أي لا...

টুপি ছাড়া পাগড়ী পরার বিধান

প্রশ্ন: খালি মাথায় পাগড়ী পরা যাবে কি না? উত্তর: টুপি ছাড়া পাগড়ী পরা জায়িয আছে। তবে পাগড়ীর নিচে টুপি পরা উত্তম। প্রমাণ: আহসানুল ফাতাওয়া: ৮/৬৭, কিতাবুল হাযরি ওয়াল ইবাহাত, যাকারিয়া। عمامہ بغیر  ٹوپی  کے جا‌‍ ئز ہے، بغیر ٹوپی کے  عمامہ باندہنا خلاف اولی ہے،...