আল মারকাজুল ইসলামী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে এবং মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
প্রশ্ন: ওয়াজ-মাহফিল বা বিয়েতে তূরণ-গেট নিমার্ণ করা সঠিক কি না? উত্তর: না, সঠিক নয়। বরং লৌকিকতা ও অপচয়ের মধ্যে শামিল বিধায় জায়িয নেই। তাই তূরণ বা গেটসহ আরো যতো অনর্থক খরচ আছে, সব ধরণের খরচ পরিহার করা উচিত। প্রমাণ: ফাতাওয়া মাহমূদিয়া: ১১/১৯৫ فتاوی محمودیہ میں...