আল মারকাজুল ইসলামী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে এবং মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
ফাতওয়া নং: ৪১৯৯ জিজ্ঞাসা: হাজী সাহেবগণ ইহরাম অবস্থায় টাকা হিফাজত বা অন্য কোন উদ্দেশ্যে কোমরে বেল্ট বাঁধতে পারবেন কিনা? সামাধান: হ্যঁা, টাকা হিফাজতের জন্য হাজী সাহেবগণ ইহরাম অবস্থায় কোমরে টাকার থলি কিংবা বেল্ট বাঁধতে পারবেন। প্রমাণ: বাদায়িউস সানায়ি’: ولا بأس...