পত্রিকার কোনো পৃষ্ঠায় কুরআনের আয়াত থাকলে উযূ ছাড়া সেই পৃষ্ঠা ধরার বিধান

প্রশ্ন: পত্রিকার যে পৃষ্ঠায় কুরআনের আয়াত আছে, সে পৃষ্ঠা উযু ছাড়া ধরা যাবে কি না? উত্তর: সরাসরি আয়াত এবং আয়াতের তরজমার উপর স্পর্শ করা যাবে না। এছাড়া আশ—পাশ অন্যত্র স্পর্শ করা যাবে। উল্লেখ্য. দৈনিক পত্রিকায় কুরআনের আয়াত ছাপানো জায়িয নেই। প্রমাণ: ফাতাওয়া...

প্রচলিত দৈনিক পত্রিকায় কুরআনে কারীমের আয়াত ছাপানোর বিধান

প্রশ্ন: বর্তমানে দৈনিক পত্রিকা যেভাবে পড়া হয় এবং যেখানে সেখানে ফেলে রাখা হয়, তা সত্ত্বেও তাতে কুরআনে কারীমের আয়াত কিংবা অনুবাদ ছাপা জায়িয হবে কি না? সঠিক সমাধান জানাবেন। উত্তর: না, জায়িয হবে না। প্রমাণ: ফাতাওয়া আলমগীরী:  ৫/৩৭৪, কিতাবুল কারাহিয়াতি,...