ওয়াজ-মাহফিল ও বিয়েতে তূরণ নিমার্ণ করার হুকুম

প্রশ্ন: ওয়াজ-মাহফিল বা বিয়েতে তূরণ-গেট নিমার্ণ করা সঠিক কি না? উত্তর: না, সঠিক নয়। বরং লৌকিকতা ও অপচয়ের মধ্যে শামিল বিধায় জায়িয নেই। তাই তূরণ বা গেটসহ আরো যতো অনর্থক খরচ আছে, সব ধরণের খরচ পরিহার করা উচিত। প্রমাণ: ফাতাওয়া মাহমূদিয়া: ১১/১৯৫ فتاوی محمودیہ میں...