by Darul Ifta | Oct 1, 2024 | Fatwa Bank
প্রশ্ন: শুনেছি ঈদগাহ মাঠ ও মসজিদের হুকুম অভিন্ন। তাই জানার বিষয় হলো, গোসল ফরয এমন বক্তির জন্য ওয়াকফকৃত ঈদগাহ মাঠে যাওয়া জায়িয কি না? উত্তর: হ্যাঁ, জায়িয। কেননা মসজিদ ও ঈদগাহের হুকুম অভিন্ন জামা‘আতের নামাযে ইক্তিদা সহীহ হওয়ার ক্ষেত্রে। অন্য সকল ক্ষেত্রে নয়।...