আল মারকাজুল ইসলামী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে এবং মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
ইহরাম অবস্থায় সুগন্ধি কাগজ ব্যবহার করার বিধান কী?ফাতওয়া নং: ৪১৮৬জিজ্ঞাসা: ইহরাম অবস্থায় সুগন্ধি কাগজ ব্যবহার করা যাবে কিনা?সামাধান: না, ইহরাম অবস্থায় সুগন্ধি কাগজ ব্যবহার করা যাবে না।প্রমাণ: ফাতাওয়া শামী:واما إذا اخلط بما يستعمل فى البدن كأشنان ونحوه ، ففى شرح...